শাহাদাৎ হোসেন সরকারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাতাইশ কান্দি এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় ৩ মাদক কারবারির আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে ডিএনসি’র বিশেষ দল ও স্থানীয় সেনা ক্যাম্পের সহায়তায় এই অভিযান চালানো হয়। এঅভিযানে সাতাইশ কান্দি এলাকার একটি বাড়ি ও আশপাশের ঝোপ-জঙ্গল তল্লাশি চালানো হয়।সেখান থেকে ৮০ লিটার চোলাই মদ (দেশি মদ) উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বর্তমানে তারা ডিএনসি হেফাজতে রয়েছেন।
তাদের কাছ থেকে মাদক ব্যবসার নেটওয়ার্ক ও অন্যান্য সঙ্গীদের সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অফিসের একজন কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।যেকোনো অবৈধ মাদক কারবারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর সহযোগিতায় আমরা মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছি।” স্থানীয় বাসিন্দারা বলেন এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী,আমরা এই অভিযানকে সাধুবাদ জানাই, সেই সাথে তারা বলেন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক এই মাদক কারবারের সংক্রমণ ছিল, যা এখন নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।
পুলিশ ও ডিএনসি সূত্রে জানা গেছে, আটককৃতদের তদন্ত শেষে আদালতে সোপর্দ করা হবে।