১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৪২| শীতকাল|

আশুলিয়ায় রাতের অন্ধকারে সশস্ত্র হানা,জমি বিরোধে ভাঙচুর–লুটপাট

আশুলিয়া-সাভার প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

আশুলিয়া-সাভার প্রতিনিধি

আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল সশস্ত্র ব্যক্তির বেপরোয়া হামলার অভিযোগ উঠেছে। গত ১ ডিসেম্বর গভীর রাত ২টার দিকে সংঘটিত এ হামলায় কমপক্ষে ৭ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসা শেষে বাড়িতে ফিরে ভুক্তভোগী পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে জানা যায়, রাতে একদল সশস্ত্র ব্যক্তি নিলয় আহমেদ ফারমানের নেতৃত্বে মোঃ খোকন , ইমনসহ ১০ থেকে ১২ জন মিলে বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়াদের ঘরে ভাঙচুর, লুটপাট ও ভয়-ভীতি প্রদর্শন করে।

হামলায় আহত হন—মোঃ আবুল কাসেম (৩৪), মনির (৩০), সাগর (২৬), কাওসার (২৬), নাসরিন (৩৫) ও নয়ন (৩০)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের জমি নিয়ে নিলয় হোসেন ফারমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে নিলয় হোসেন ফারমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব সরকার বলেন, “ঘটনাটি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ভুক্তভোগীরা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তারা নিরাপত্তা পরিস্থিতি জোরদার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ