১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৫ই রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০৮| শীতকাল|

গাজীপুরে গেস্ট হাউজের আলমারি ভেঙে সাড়ে সাত লাখ টাকা উধাও, ব্যবস্থাপক লাপাত্তা

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর কাশিমপুরে “ড্রিমল্যান্ড গেস্ট হাউজে” আলমারির তালা ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তিনটি মোবাইল ফোন গায়েব হওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

জানা যায়, গেস্ট হাউজটির মালিক মোর মনির গাজী (৪২) থানায় এসে লিখিত অভিযোগে জানান—গত চার মাস ধরে শামিম (৪৯) নামের ওই ব্যক্তি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গেস্ট হাউজের মাসিক হিসাবনিকাশ, নভেম্বর মাসের আয়-ব্যয়, অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ তার জিম্মাতেই ছিল।

অভিযোগে বলা হয়, ২০ নভেম্বর সকাল ৮টার দিকে শামিম স্বাভাবিক নিয়মেই কাজে যোগ দেন। কিন্তু বিকাল ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ গেস্ট হাউজ থেকে বের হয়ে যান। পরে তিনি আর ফেরেননি। মালিক ও স্টাফরা বারবার ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

পরদিন মালিক অফিস কক্ষে গিয়ে দেখেন—স্টিলের আলমারির তালা ভাঙা, ভেতরে রক্ষিত ৭ লাখ ২৩ হাজার ৪৬০ টাকা, গেস্ট হাউজের গুরুত্বপূর্ণ নথিপত্র, এবং ব্যবস্থাপকের কাছে দেওয়া তিনটি মোবাইল ফোন—দুটি বাটন (মূল্য আনুমানিক ৩ হাজার টাকা) ও একটি স্মার্টফোন (মূল্য আনুমানিক ৩৪ হাজার টাকা)—সবই উধাও।

ঘটনার বিষয়টি আত্মীয়স্বজন ও কর্মচারীদের সঙ্গে পরামর্শ করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালিক।

থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া ম্যানেজারকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ