৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১১:২৪| শরৎকাল|

গাজীপুরের কাশিমপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
জেলা প্রতিনিধি, গাজীপুরঃ
গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক,নৈরাজ্যের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর কাশিমপুরে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রহমান (শাহাদাৎ) এর নেতৃত্বে প্রায় ৭০০ থেকে ৮০০ নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিলটি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এসময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদল নেতা ফারুক খান।
থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রহমান (শাহাদাৎ) নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন,’বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার নানা জুলুম,অত্যাচার করেও আমাদেরকে জাতীয়তাবাদী চেতনা থেকে দূরে রাখতে পারে নাই।৫ই আগস্টের পর নির্লজ্জ পলাতক হাসিনা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কূটচাল চালছে।আর এই কূটচালকে সফল করার জন্য দেশে থাকা হাসিনার অবৈধ সন্তানরা কাজ করছে।এদের পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে না।রাস্তাঘাটে,হাটেবাজারে আওয়ামী দোসররা ঘুরাফেরা করলেও পুলিশ ও যৌথবাহিনি এদের কেন গ্রেফতার করতে পারছে না? দ্রুততম সময়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করা এসকল দূস্কৃতিকারীদের ধরে আইনের আওতায় আনতে হবে।আর মাদক,ডাকাতি,ছিনতাই প্রতিরোধে আরো জোরালো পদক্ষেপ নিতে হবে।’
উল্লেখ, দেশব্যাপী ব্যাপক হারে চুরি,ছিনতাই,ডাকাতি সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে।এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পরেছে।আর এই অসময়ে আওয়ামী দোসরদের দেশ বিরোধী তৎপরতাও বাড়ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ