১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:০৮| শীতকাল|

পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে পেশাগত দায়িত্ব পালন করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সাবেক এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে।

জানা যায়,গাজীপুর মহানগরীর গণমাধ্যম কর্মী শুভ কে নগরীর ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও কাশিমপুর থানার আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামী মহিলা লীগের সদস্য পারভীন আক্তার প্রাণনাশের হুমকি দেন।

গাজীপুর মহানগরীর ১নং ওয়ার্ড অন্তর্গত দঃ পানিশাইল পলাশ হাউজিং এলাকায় ১ নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি সাবেক মহিলা কাউন্সিলর ও আওয়ামী মহিলা লীগ কাশিমপুর থানার সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের মধ্যস্থতায় ক্রয়-বিক্রয় হচ্ছে, এবং এই খবর পেয়ে কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লুৎফর রহমান ঘটনাস্থলে আসছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তথ্য সংগ্রহ করতে যায় কয়েকজন স্থানীয় গণমাধ্যম কর্মী।সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা পারভীন আক্তার ও তার স্বামী মিনহাজুল ইসলাম গনমাধ্যম কর্মী, এস কে শুভ কে, অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধরের চেষ্টা করে।

এমনকি খাস জমি বেচাকেনার সংবাদ প্রকাশ হলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয় তারা।
এবিষয়ে, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, তথ্যসংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে মারধরের চেষ্টা ও মেরে ফেলে লাশ গুম করার হুমকি মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দা হালিম মজুমদার বলেন, সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রতিটি প্লট (খাস জমি )অকোটেক্স লিমিটেড কারখানার কাছে বিক্রি করছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ