গাজীপুর মহানগরীর কাশিমপুরে এক বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা (৫.৫ গ্রাম) ও ২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, মংগলবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০মিনিটের সময় কাশিমপুর থানার এস আই মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের উত্তর সুরাবাড়ী এলাকার রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুলের পিছন থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পুলিশ আরও জানায় আটককৃতদের একজন সুরাবাড়ী এলাকার জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ ছায়েদুল হক ওরফে সাগর (৪৫)।ছায়েদুলের পিতা-মৃত মোলু হোসেন ও মাতা-আছিয়া আক্তার।তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ছাতিয়াইল গ্রামে।অপরজন সুরাবাড়ী এলাকার জহিরের বাড়ির ভাড়াটিয়া মোঃ জাহিদ হাসান (৩৫)।তার পিতা-মোঃ গোলাম হোসাইন সরদার ও মাতা-আজিরন বেগম।জাহিদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার নুন্দাহ এলাকায়।
এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ৮(ক)/১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৭ (০৮-০১-২৫ইং)। আসামীদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।