১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:১০| শীতকাল|

কাশিমপুরে এক আওয়ামী লীগ নেতা ও জাল টাকাসহ আরও ২ জন আটক

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
গাজীপুর কাশিমপুর কাশিমপুরে আওয়ামী লীগ নেতা ও জাল টাকা সহ ২ জন আটক
২০২৪ এর জুলাই-আগস্টে গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় কাশিমপুর মেট্রো থানার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান মৃধাকে আটক করেছে থানা পুলিশ।
মংগলবার (৭ জানুয়ারি)  রাত ৩:৩০ ঘটিকার সময় থানার চক্রবর্তী এলাকা থেকে লুৎফর রহমানকে আটক করা হয়। তিনি গাজীপুর মহানগরীর ২নং ওয়ার্ডের চক্রবর্তী এলাকার বাসিন্দা।তার পিতা-মৃত জয়নাল আবেদিন এবং মাতা-মৃত লাইলী বেগম।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ২০২৪ইং তারিখে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় এক মিছিলে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালায় কাশিমপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা।এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মোঃ মোমিনুল ইসলাম নামের ১৩ বছরের এক শিশু।
এমন অভিযোগে আহত শিশুর পিতা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ০১ অক্টোবর কাশিমপুর থানায় ১৮৬০ সনের পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/১১৪ ও ৩৪ ধারায় একটি হত্যা চেষ্টা  মামলা দায়ের করেন।এতে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক সহ ১০২ জনের নাম উল্লেখ এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামী  দেখানো হয়।
অপরদিকে থানা এলাকার ৩নং ওয়ার্ডের বারেন্ডায় অবস্থিত  ডিবিএল গার্মেন্টসের ২নং গেইটের সামনে থেকে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমান নামের প্রতারক চক্রের দুই সদস্যকে জাল টাকাসহ  আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিবিএল ২ নম্বর গেটের সামনের পাকা রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে প্রতারণার মাধ্যমে জাল টাকা দিয়ে ফল কেনার সময় দোকানদারকে টাকা দিলে টাকা দেখে দোকানদারের সন্দেহ হওয়ায় টাকা পরিবর্তন করে দিতে বলে।
এসময় টাকা পরিবর্তন করে না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমান।পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি মোবাইল ডিউটি করাকালীন দল ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের  দেহ তল্লাশি করে ১হাজার টাকার নয়টি নোট ও ৫ শত টাকার একটি নোটসহ মোট-৯ হাজার ৫শত টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাসুদুল হক বাদল ঝালকাঠি জেলার নলছিটি থানার কাটাখালি গ্রামের রুস্তম আলীর ছেলে এবং আব্দুর রহমান খা ফরিদপুর জেলার সালথা থানার জয়কাল গ্রামের মৃত রুস্তম খা এর ছেলে।

তাদের নামে বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম উভয় আটকের বিষয় নিশ্চিত করে দৈনিক ঘোষণা কে বলেন,হত্যা চেষ্টা মামলায় তদন্তে স্বাপেক্ষে আওয়ামী লীগের নেতা মোঃ লুতফর রহমান মৃধা কে   এবং জাল টাকাসহ দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ