
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
গাজীপুর মহানগরীর কাশিমপুরে কাশিমপুরএক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকার সময় মহানগরীর কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবী মধ্যপাড়া এলাকা থেকে মাদক কেনা-বেচারত অবস্থায় মোঃ আবুল কালাম ওরফে কালা মিয়া(৫৫) এবং মোঃ আলা উদ্দিন(৪৭) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।এসময় তাদের উভয়কে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত আসামিদ্বয় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ৫নং ওয়ার্ডের শৈলডুবী এলাকার বাসিন্দা। মোঃ আবুল কালাম ওরফে কালা মিয়া শৈলডুবী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো : আলাউদ্দিন।
এছাড়া পৃথক এক অভিযানে চেক ডিজঅনারের সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আলমগীর হোসেনকেও আটক করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।তাদের এবং চেক ডিজঅনারের মামলায় আটক ব্যক্তিকে আদালতে প্রেরন করা হয়েছে।