১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৭| শীতকাল|

কাশিমপুরে সিমেন্ট ভর্তি ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
গাজীপুরের কাশিমপুরে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জে ইব্রাহিম মার্কেট-সুলতান মার্কেট সড়কে সারদাগঞ্জ  মডেল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম রাজ (১৩)।রাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত শিক্ষার্থী রাজ দীর্ঘদিন যাবত কাশিমপুরের সারদাগঞ্জে সাইফুল হুজুরের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত।সে সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
দূর্ঘটনার বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ