১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৯| শীতকাল|

বারেন্ডা যুব সমাজের ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
daily jagoroni দৈনিক জাগরণী

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 

গাজীপুরের কাশিমপুরে বারেন্ডা যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকার যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিকী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৩ সাল থেকে প্রতিবছর বাঙালি জাতি তথা বাংলাদেশের বিজয়ের দিন ১৬ ডিসেম্বরে কাশিমপুরের বারেন্ডা এলাকার যুবকরা নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় দ্বীনের খেদমত ও ইসলামি দাওয়াত কে সম্পসারিত করার প্রয়াসে এ ওয়াজ মাহফিল আয়োজন করে যাচ্ছে।২০১৯ সাল থেকে পরবর্তী কয়েকবছর করোনা মহামারী ও মাঠ সংকটের কারণে বার্ষিক এ ওয়াজ মাহফিল আয়োজন ব্যাহত হয়। রাজনৈতিক পরিবর্তনের পর  এ বছর যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও শুরু হলো এ আয়োজন।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি ও ভারতীয় আগ্রাসনের বিপক্ষে জোড়ালো আলোচনা করেন দেশ বরেন্য ইসলামী চিন্তাবিদ হাজারো যুবকদের ভালবাসা ও অহংকার হযরত মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরী।মাহমুদুল হাসান বলেন,’দেশের প্রয়োজনে বারেন্ডার যুব সমাজের মত সারা দেশের যুবকরা নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছে।বারেন্ডার যুব সমাজের থেকে শেখার অনেক কিছু আছে।স্বাধীনতা উদযাপনের নামে কনসার্ট, নর্তকী দিয়ে মঞ্চ না গরম করে তারা ইসলামের সেবায় কাজ করছে।স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাতের জন্য তাদের আয়োজনে আজ দোয়া হবে,এর চাইতে উত্তম আর কিইবা হতে পারে।’

এসময় তিনি আরও বলেন,ভারতীয় আগ্রাসন আর এক বিন্দু সহ্য করা হবে না।ইসলামি দলগুলোর জন্য দোয়া কামনা করে তিনি বলেন,’স্বাধীনতার পর অদ্যাবধি ইসলামী কোন দল সরকার গঠন করতে পারে নি।সামনের নির্বাচনে ইসলামী দলের জন্য দোয়া ও সমর্থন কামনে করেন তিনি।

ওয়াজ মাফফিলে আরও ওয়াজ করেন বিশিষ্ট ইসলামি গবেষক ও মুফাচ্ছিরে কোরআন মুফতি দিলওয়ার বিন গাজী এবং গাজীপুরের মিষ্টভাষী বক্তা জাতীয় মুফাচ্ছির পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস আলী মৃধা।

বারেন্ডার যুবকদের এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ত্ব করেন কাশিমপুরের সকল আলেম-ওলামাদের নয়নের মনি,হাজার হাজার আলেমের শিক্ষক,বি এ ডিসি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, ৩নং  ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলহাজ্ব তাহাজ উদ্দিন মোল্লা।

প্রধান অতিথি তাহাজ উদ্দিন মোল্লা  তার বক্তব্যে বলেন,’বারেন্ডা যুব সমাজের একজন গর্বিত সদস্য হতে পেরে আমি গর্বিত।ঈনশা আল্লাহ বারেন্ডা যুব সমাজ অতীতের মতো ভবিষ্যতেও  কোনদিন মাদক,সন্ত্রাস ও দেশবিরোধী কোন কর্মকান্ডে থাকবে না।তিনি এসময় আগামী সিটি নির্বাচনে তার প্রতি সকলের সমর্থন প্রত্যাশা করেন।

মাহফিলের শেষভাগে হাফেজ ছাত্রদের পাগড়ি পড়ানো এবং তাদের পিতাদের সম্মানিত করা হয়।এরপর প্রধান বক্তার মোনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হয়।মোনাজাতে শত শত উপস্থিত শ্রোতারা চোখের জলে পরম করুনাময় মহান আল্লাহ পাকের পাপ মুক্তির জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ