১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২৯| শীতকাল|

গাজীপুরে আওয়ামী লীগের সভাপতি আটক

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের পুবাইল থানার সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার করেছে পুবাইল থানার পুলিশ।সোমবার সন্ধ্যায় তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে। 

আজিজুর রহমান শিরীষ গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর ছিলেন শিরীষ।

গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম বলেন, গাছা থানার একটি মামলায় পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার দেখিয়ে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়,গাজীপুর সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনে এক পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিব না বলে হুমকি দেন শিরিষ। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নির্বাচনের একদিন আগে তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ