১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:০৭| শীতকাল|

কাশিমপুরে কমিউনিটি পুলিশিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
কাশিমপুর daily jagoroni দৈনিক জাগরণী

 

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল

গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর কুমার সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।”

সভায় অন্যান্য বক্তারা এলাকার মাদক ক্রয়-বিক্রয়, সেবন ও পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সঙ্গে পুলিশি কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলেই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য পুলিশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণকারীরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে এবং সাধারন মানুষ নিজেদের নিরাপত্তা বিষয়ে সচেতন হচ্ছেন।

সাধারন মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “এমন উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও সাহায্য করবে।”

সভাটি শেষ হয় সকলের সহযোগিতার মাধ্যমে একটি অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যাশার মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ