৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৮:০৭| হেমন্তকাল|

গাজীপুরের কলেজ শিক্ষকের এভারেস্ট জয়!

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
গাজীপুর এভারেস্ট ফারুক daily jagoroni দৈনিক জাগরণী

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।

ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আবুল হোসেন জানান, ‘বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান ফারুক।সেখান থেকে  এভারেস্টে যাত্রা শুরু করেন ৭ নভেম্বর।তিনি টানা ১০ দিনের চেষ্টায় এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত বেসক্যাম্পে পৌঁছান ১৭ নভেম্বর। এরপর বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি দেশের পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯ নভেম্বর আমা-দাবালাম বেসক্যাম্পে পৌঁছান।’

এভারেস্ট জয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ফারুক বলেন, ‘অনেক স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

কলেজশিক্ষক ফারুক সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন।

প্রসঙ্গত ফারুকসহ এখন পর্যন্ত ৭ বাংলাদেশি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন। ২০১০ সালে বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন। এরপর  এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মোহম্মদ খালিদ হোসেন বা সজল খালেদ ও বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। এদের মধ্যে এম এ মুহিত একমাত্র বাংলাদেশি হিসেবে দুবার এভারেস্ট জয় করেন।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ