১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই রজব, ১৪৪৭ হিজরি| রাত ৪:১০| শীতকাল|

গাজীপুরে অসুস্থ বৃদ্ধ বাবাকে বনে ফেলে গেল সন্তানরা!

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
বৃদ্ধ গাজীপুর daily jagoroni দৈনিক জাগরণী
বৃদ্ধ সাকিব আলী সরদারের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রাম। পিতার নাম মৃত আব্দুর রশিদ। সাকিব আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বয়স ও অসুস্থ মানুষটি থাকতেন ঢাকার বাড্ডা এলাকায় তার বড় মেয়ের বাসায়।
অসুস্থ সাকিব আলীর বড় মেয়ে ও তার জামাতা,বৃদ্ধের অন্য ছেলে-মেয়েদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে।অসুস্থ সাকিব আলীকে তার সন্তানরা বৃদ্ধাশ্রমে রাখতে না পেরে বৃদ্ধাশ্রম থেকে বের করে নিয়ে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়।প্রায় তিন দিন সেখানে পড়ে থাকার পর জঙ্গলের আশেপাশে থাকা কিছু স্থানীয় লোক জয়দেবপুর থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, ‘গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেলের দিকে থানা এলাকার একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পায় পুলিশ।জঙ্গলে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল।’
অত্যন্ত দুঃখজনক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অঅধিদপ্তরের অফিসারকে জানানো হলে তারা বৃদ্ধের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় ওসি আব্দুল হালিম বলেন,’প্রয়োজনে এই বৃদ্ধকে মৃত্যুর আগ পর্যন্ত দেখভাল করবেন তিনি।’

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ