১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৭| হেমন্তকাল|

কোনাবাড়িতে পোশাক কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকদের বিক্ষোভ

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
গাজীপুর কোনাবাড়ি daily jagoroni দৈনিক জাগরণী

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অবস্থিত রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড নামক একটি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (০৪ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে  ছাঁটাই করা ৮৭ শ্রমিক পুনরায় তাদেরকে চাকরিতে বহালের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ৮৭ শ্রমিককে ছাঁটাই করে দেয়। এ অবস্থায় তারা তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে করা হয়েছে। তারা অনতিবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান।

রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হোসেন বলেন, “শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু পুনরায় তাদেরকে নিয়োগের দাবিতে কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করছে। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ।”

শিল্প পুলিশ-২ গাজীপুরের কোনাবাড়ি জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান দৈনিক জাগরণীকে জানান,আজ সকাল থেকেই ছাঁটাই করা শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ