১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২০| শীতকাল|

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক-কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। তাদের কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রোববার (০১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম দৈনিক জাগরণীকে বলেন, শ্রমিকদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় রোববারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয় । শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ তাদের নাম বিজিএমইএ কালো তালিকায় রাখা হয়েছে। এ কারণে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। কালোতালিকা থেকে নাম অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার বেলা আড়াইটার দিকে কারখানার মূল ফটকে গিয়ে কর্মরত শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। এরপর কারখানার কর্মকর্তা ও এই শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। বিকেল পৌনে ৪টা সময় ছাঁটাইকৃত শ্রমিকরা ফের মূল ফটকে গিয়ে হামলা চালায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, কোনাবাড়ী এলাকায় ইসলাম কারখানার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ