১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৩| হেমন্তকাল|

গাজীপুরে মহানগর ছাত্রদলের সাবেক নেতার বাড়িতে গুলি বর্ষন

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
daily jagoroni দৈনিক জাগরণী সাবেক ছাত্রদল নেতা গাজীপুর

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 

গাজীপুর মহানগরীর সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের  মধ্য বারেন্ডা এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা মহানগর ছাত্রদলের প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন হয়রানীমুলক মামলার আসামী হয়েও দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে গেছেন। মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ,আনুগত্যপ্রবণ ও কর্মীবান্ধব হিসেবে এই নেতার রয়েছে বেশ সুনাম।সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী এমন নেতার বাড়িতে তিনটি গুলি করা হয়েছে বলে বাড়ির বাসিন্দারা দাবি করেছেন। গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ।

তিনটি গুলির ২টি জানালায় লাগলেও বাকি ১টি গুলি আতংকিত করতে ও ভয়ভীতি দেখানোর জন্য  ফাকা স্থানে করা হয়েছে বলে ধারনা বাড়ির লোকজনের।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা আলোকিত সকালকে বলেন, ‘ প্রতিদিনের মতো কাজ শেষে মংগলবার রাত ১০ টায় বাসার ফিরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সকলে যার যার কক্ষে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ২টার দিকে বিকট আওয়াজ হয়। জেগে এ ঘর ও ঘর খোজে আমার ছোট ভাই হাবিবুর রহমানের রুমে গিয়ে  দেখতে পাই জানালার কাচ ছিদ্র হয়ে গেছে।দুর্বৃত্তরা আমার কক্ষ ভেবে আমার ছোট ভাইয়ের কক্ষে গুলি চালিয়েছে।’

এরশাদ মোল্লা আরও বলেন, ‘হঠাৎ কেন গুলি করা হলো, কারা গুলি করল, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনায় আতঙ্কে আছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে খুব দ্রুতই তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ