গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় একটি পোশাক কারখানার ৩টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ মে) রাত ৯টার দিকে মিতালী ফ্যাশন লিঃ নামক গার্মেন্টসের গুদামে আগুন লাগার এ ঘটনাটি ঘটে।
কাশিমপুর সারাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত ৯ টার দিকে কাশিমপুর থানাধীন বারেন্ডা এলাকার মিতালী গার্মেন্টসের তিনটি গুদামে আগুন লাগে।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস ষ্টেশন ও সারাবো(কাশিমপুর) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার ঝুট ও সুতার তিনটি গুদাম পুড়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।