গাজীপুর মহানগর অন্তর্গত কাশিমপুরের ৪ নং ওয়ার্ড সারদাগন্জ এলাকার ইব্রাহিম মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহন হন তিন সাংবাদিক।
আহতরা হলেন দৈনিক নয়াদিগন্তের কাশিমপুর ও কোনাবাড়ী থানা প্রতিনিধি মোঃ মাসুদ রানা ,মোহনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম জুয়েল এবং রাজধানী টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ টিপু সুলতান।
এ ব্যাপারে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগে বলা হয়, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সাকিনস্থ ইব্রাহিম মার্কেট সংলগ্ন সারদাগঞ্জ মডেল মাদ্রাসার সামনে উক্ত বিবাদীদ্বয় ময়লা আবর্জনা ফালাইয়া জন দুর্ভোগের সৃষ্টি করে এবং ময়লা আবর্জনা ফালানোর কারনে উক্ত মাদ্রাসাটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ১২টার সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সাকিনস্থ ইব্রাহিম মার্কেট সংলগ্ন সারদাগঞ্জ মডেল মাদ্রাসার সামনে রাস্তার উপরে উক্ত বিষয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আমি ও আমার সঙ্গীয়-মোহনা টেলিভিশন, গাজীপুর জেলা প্রতিনিধি, মোঃ তারিকুল ইসলাম জুয়েল, রাজধানী টেলিভিশন, গাজীপুর জেলা প্রতিনিধি, মোঃ টিপু সুলতান (৪) আঃ কুদ্দুস, আমরা উক্ত ঘটনাস্থলে পৌঁছাইয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করাকালিন সময়ে উল্লেখিত বিবাদীদ্বয় তাহাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে।
কারণ জানতে চাইলে বিবাদীদ্বয় অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তারা গালিগালাজ না করার জন্য অনুরোধ করিলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত ও চড়াও হইয়া এলোপাথাড়ীভাবে কিল ঘুষি লাথি চড় থাপ্পড় মারা শুরু করে এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
১নং বিবাদী মোঃ সাদেক আলী সাংবাদিক মাসুদের পকেটের মধ্যে থাকা নগদ-৮,৯৫০/-(আট হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি জোরপূর্বকভাবে কেড়ে নেয়। তাদের ডাক-চিৎকার শুনিয়া আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে বিবাদীদ্বয়ের কবল হইতে তাদের কে উদ্ধার করে।
উক্ত বিষয়ে ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করিতে গেলে বিবাদীদ্বয় তাদের সময় সুযোগ বুঝিয়া তাহাদের খুন ও জখম করিবে এই মর্মে হুমকি প্রদান করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্তায় বিবাদীদ্বয়ের ভয়ে আমরা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আমরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করিয়া আমি ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সবাই এবিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।