১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:২৮| শীতকাল|

মিয়ানমারের আরো ৮ বিজিপি সদস্য আশ্রয়ের খোঁজে বাংলাদেশে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
মিয়ানমারে daily jagoroni দৈনিক জাগরণী

মিয়ানমারে বিদ্রোহীদের তোপের মুখে আরো ৮ জান্তা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিলো বলে জানা গেছে। এদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে, রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে। পরে কয়েক দফায় জান্তা সীমান্তরক্ষী বাহিনী আশ্রয় নিতে পালিয়ে আসে বাংলাদেশে।

আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০৬ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তাদের মধ্যে আহত ১৫ জন বিজিপি সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনকে রেফার করা হয়েছে। তাদেরকে বিজিবি নিরাপত্তা জোরদার করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ