১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১২:১৮| হেমন্তকাল|

সাকিবের প্রচারণায় মাশরাফিসহ একঝাঁক ক্রিকেটার

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
সাকিব

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যোগ দিয়েছেন। মাশরাফি, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব এবং মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা খুরশীদ হায়দার টুটুল সহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মাগুরা জেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থান করেন। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সদস্য সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, আবু হায়দার রনি সহ বেশ কয়েকজন। তারা সাকিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান বলেন, “মাশরাফি ভাই এবং পাপন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের সাপোর্ট জানাতে আমার কাছে এসেছেন। আমি তাদেরকে সাপোর্ট জানাই। এটি একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র এবং আমরা চেষ্টা করছি যাতে সবাই উৎরে যেতে পারি।”

মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান প্রাচারে অংশ নেয়া শুরু হয়েছে এবং মাশরাফি বিন মুর্তজা সহ ক্রিকেটারদের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রচারণা করা হচ্ছে। সাকিব এবং মাশরাফির যৌথ প্রচারণা দেখে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ