১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১:০৫| হেমন্তকাল|

মহানবীর (সা.) রওজা মোবারকে কোনো ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবেন না

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‌‘বছরে একবার একজন দর্শনার্থী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মহানবীর (সা.) রওজা মোবারকে কোনো ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবেন না।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন বিধি জারি করেছে। গতকাল রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের আবেদন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও নিশ্চিত করতে হবে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।

মদিনার মসজিদে নববীতে মোহাম্মদ (সা.) এর সমাধি। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। নবীজীর রওজা শরিফ পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হয়।

Please Share This Post in Your Social Media

এ সম্পর্কিত আরো সংবাদ